যে নারী কটূ কথা বলে
তারই হৃদয়ের খুব কাছাকাছি
চিরকাল আমি বেঁচে আছি ।

সেইসব কথার ছলনায়
সমুদ্রের ঢেউ দেখি আমি
সেখানেই শুয়ে আছে সংরাগের অন্য পটভূমি ।

জীবনের মাঝে সেই কথা সবটুকু নয়
তার সেই রূঢ় কথা থেকে জন্ম লয়
হয়তো নতুন বীজ ,মিলনের বিবিক্ত সময় ।

কেন মিছে তর্ক করো কটূ কথা শুনে
তার রূপ থেকে ভেসে আসে প্রেম আর মিলনের খেয়া
মানুষ দেখেছে শুধু শুষ্ক এক নিষ্ঠুর আলেয়া ।

হয়তো সে কথায় বিকেলের রোদও ঘুমায়
তারই স্তনাগ্র থেকে ফোঁটা ফোঁটা জীবনের রস ঝরে যায় ।

***********************