অসুস্থ স্বামীকে বাঁচাতে
যে নারী দেহ দিয়ে এলো
সে হয়তো দেখেছে
এখানে ঈশ্বর নেই আছেন ঈশ্বরী ।
দুর্মুখ পৃথিবী তার করে দিল সতীত্ব সংহার
ঈশ্বরীও সহ্য করে কামনার তীক্ষ্ণ প্রহার ।
ঈশ্বর কী বেদনায় চুপ করে থাকে ?
না না , সে তো সব জেনেও পাথরের মতো
যে নারীর সর্বাঙ্গ হলো ক্ষত
তাকে সে কী দিতে পারে ?
আমিও বা কী দিতে পারি ?
শুধু তাকে নমস্কার করি ।
******************************