যে কথা অনেকবার বলবো বলবো করে
বলা হয়নি আজও
হে আকাশ তুমি শুধু জানো সেই কথা
মানুষের কানে কানে সেকথা বলাও আজ বৃথা
আসলে অনেক কথার ভিড়ে
হারিয়েছে জীবনের আসল কথাটি ।
যে কথা বলার ছিল তা যে মৃত্যুর মতো
মানসিক স্থিতির কথা বলে
স্মরণ করিয়ে দেয় মানবিক বোধের উচ্ছ্বাস
সংসারের যত নাভিশ্বাস
মুহূর্তে ভুলিয়ে দেয় বেদনার অলৌকিক
জীবনেরর গানে ।
যে কথা বলার ছিল বলবো বলবো করে
বলা আর হয়নি এখানে
সকলে দেখছে শুধু নষ্টনীড় পড়ে আছে
চারপাশে উদ্ধত প্রাচীর ।
হয়তো এমনও হতে পারে অবিমৃষ্যকারিতায়
সেকথাই বলে দিয়ে যেতে হবে অনন্তের কানে ।
***************************