ভালোবাসা আঁচল পেতে বসেছিল
বুঝতে পারিনি ।
যে ছিল কাছে তারও যে কোটি দীর্ঘশ্বাস
হঠাৎ এসে থেমে যায় স্তব্ধতায়
আমি তো ভাবতে পারিনি ।
তখন সকাল ছিল কবোষ্ণ মুখর
ভালোবাসা এত কাছে এসেছিল
আঁচল পেতে চেয়েছিল উষ্ণ মদিরা
আমি কী বুঝতে পেরেছি ?
তাহলে তো সাড়া দিতাম স্বরে ও ইঙ্গিতে
এত কাছে ছিল
প্রাণের উচ্ছ্বাস চার দেওয়ালের মাঝখানে ।
আজ রাত গভীর হয়ে নেমে আসে
ছুঁয়ে গেছে মন
ভালোবাসা কাছে এসে বসেছে কখন
বুঝতে পারিনি ।
**********************