টিলার উপরে যে আগুন দাউদাউ করে জ্বলছে
সর্বাঙ্গ পুড়ে যাবে জেনেও তার আঁচ নিতে
একাকী উপরে উঠেছো।
ভেবেছিলে ঘরের চার দেয়ালের মাঝেই
সঙ্গমে যত দোষ
টিলার উপরে কোন দোষ নেই ।
আমি কোন হরিদাস পাল তোমার কানে কানে বলব
নেমে এসো টিলা থেকে নদীর কিনারে
উলঙ্গ শিশুটি হয়ে নদীতে স্নান করে
যে আগুনে আঁচ নেই তার পাশে বসো।
নিজেকে জাগিয়ে জানতে হবে
যে আগুন জ্বলছে মনে বহুকাল ধরে
গভীরে গোপনে
তার কোন আঁচ নেই
তার পাশে শিশ্নকে ঘুম পাড়িয়ে
সহজেই উলঙ্গ হওয়া যায়
ভারতের মানচিত্রে পদ্মাসনে বসে।
**********