পথকে চেনার আগে তুমিও
সংসারের আগোছালো শাড়িটির ভাঁজে
কখন ঘুমিয়ে পড়েছ
কিংবা মৃদু তিরস্কার দিতে দিতে
ঢালু পথে শিলাস্তরে সন্দিগ্ধ কুয়াশা হয়েছ ।
ঘুমাবার ভান করে শুয়ে আছি পাশে
আমার শরীরে জাগে ছায়া আর আলো
সেইক্ষণে মায়াবিনী মৃত্যু তার
আলোটুকু অকস্মাৎ দিগন্তে ছড়ালো ।
বলেছি তাকে নীরবে নিভৃতে
মানুষের কাছ থেকে কত দূরে এলে
দিয়ে যাবে তোমার গলার মালাখানি
দেখাও সেই যাত্রাপথ ।
বলেছে সে আভাসে ইঙ্গিতে
যে কুহক ছড়িয়ে আছে দেহে আর মনে
তার ভিতর দিয়েই তোমাকে চালাতে হবে রথ ।
****************************