যতদিন পারো ভাল শুধু বেসে যাও
সময়ের দেহে লেগে থাকে যেন ঘোর ,
আকাশের চোখ লাল হয়ে গেছে কাল
তবুও ভাবছি এসে যাবে আজই ভোর ।

কটা দিন আর থেকে যেতে যদি তুমি
মিশরের মমি হয়তো করত  খোঁজ,
উঠত সূর্য বড় দুটি চোখ ঘিরে
বারুদের মতো জ্বলে গেছে প্রেম রোজ ।

এরপরে তুমি পুরুষালী ছাড়ো মেয়ে
তুমি চলে গেলে মরে যাবো ধিক্কারে,
পাপিরসে লেখা থেকে যাবে সেই প্রেম
প্রেম থেকে যাবে ফেলে আসা চিৎকারে ।

যতদিন পারো ভালো বেসে যাও তুমি
সব চলে যাবে ঋণী থেকে যাবো আমি ।

***************************