ঘর বলতে আমার কিছু নেই ।
প্রতি বছর ঠিকানা পরিবর্তন করতে করতে
এমন অবস্থা হয়েছে খোলা আকাশই এখন
ঘর বলে মনে হয় ।
বুড়ো হয়ে গেছি ঘাটের মড়া ,
আজকাল গিন্নীও বলে না বাইরে যাচ্ছ যাও
তাড়াতাড়ি ফিরবে ।
এইমুহূর্তে ঘরে ঢোকার আমার কোনো
তাড়া নেই । যেদিকে দু চোখ যায় চলে যাবো ।
চলে যাবো ছড়িয়ে ছিটিয়ে সবকিছু ।
পূজার আর কটা দিন বাকি ।
ঘর তো নেই ভাতও নেই নতুন কাপড়ও নেই ।
ভাত থাকলেই আনন্দ থাকবে
পূজা থাকবে ।
এবার পূজা না দেখে দুগ্গা মাকে মনে মনে বলব “ মা , আর কিছুই চাই না
যারা গেল অরণ্যের দিকে
ওদের সঙ্গী করে দাও ,
আর দাও কপালে তিলক । ”
****************************