না তারা নয় , যারা চলে গেল
তারা কেউ মরণের খবর রাখেনি
পাহাড়ের কোলে অনেক জমেছে মেঘ
সে হিসেব কখনো করেনি ।  
তাদের থাকার কথা ছিল মানুষের মাঝে
এনে দিতে রোজ মৃগনাভি
চলে গেল অকস্মাৎ নক্ষত্রের বুকের ভিতরে
না করেই হৃদয়ের দাবি ।
যাদের মরণ হলে হৃদয়  জুড়ায়
তারা তো থেকে গেছে
মাতৃগর্ভে জ্বেলে দিতে দানবের ভ্রূণ
চারপাশে  জ্বালাতে আগুন
থেকে গেছে সব ।
তারা আজ আমাকেও ঠেলে দেয় অন্ধকারে
মুছে দেয় যুগল ভুরুর মাঝে
আলোকের ঘুমন্ত শৈশব ।

**************************