আমাকে ফিরে আসতেই হবে এই পৃথিবীতে
সকলের এত ভালোবাসা পেয়ে
নির্লিপ্ত থাকার মতো এ হ্দয় নয়
বাসনার ভারে  আজ পরিশ্রান্ত আমার সময় ।
প্রেমের পূজারী হয়ে নিশ্ছিদ্র  আঁধারে
পৃথিবীর লোনা জলে স্নান করে  
মানুষের কাছে হয়ে তিরস্কৃত
যাদের দেহ মন লোনা হয়ে গলে যায়
তারা আর ফিরেও আসে না,
পেয়ে যায় ঈপ্সিত  ঈশ্বরের অপার করুণা ।

তাদের শরীর আর মন
উপেক্ষা করতে পারে মমতার সব আয়োজন ।

***************************