তোমাকে রেগে গেলে যতো চেনা যায়
ভালোবাসা প্রণয়ভাষণে ততটা নয়।
আসলে মানূষতো রাগ ভালোবাসা
কিছুই বোঝেনি কোনকালে
এখনো দেখি নিঃসীম অন্ধকারে
দিব্যি মুখ লুকিয়ে আছে
ভালোবাসা মনে করে
যন্ত্রণার অনেক গভীরে।
এ কী সত্যিই যন্ত্রণাহীনতা?
দূরে কার বাঁশি বেজে ওঠে?
জল ভেঙ্গে ভেঙ্গে সুর আসে?
সুর শুনে আমি একা পথ চলতে থাকি
আমাকে নপুংসক ভেবে
ভালোবাসা ফিক করে হেসে ওঠে।
আমি তবু যন্ত্রণার অনেক গভীরে ডুবে থাকি
দেখি জানলায় কার যেন হাত নড়ে ওঠে !
*****