যারা চলে গেল কোথায় কিভাবে গেল ?
অতশত খোঁজ কে করেছে কবে বোলো
এখন সেখানে তুমি আমি বাস করি
বলি কী কখনো শেষ হল কাজ চলো ?
যেখানে যেখানে তারা হেঁটেছিল কাল
এখনো সেখানে নব-সৃষ্টির ধ্বনি
জেগে আছে তারা যেভাবে তারকা জাগে
স্মৃতি নিয়ে আজও কাঁদছে সোনার খনি ।
যায়নি আসলে সব আছে বালু-তটে
মৃদু সান্ত্বনা স্নেহ প্রেম গভীরতা
ফিরে আসে প্রেম প্রেমের সন্নিকটে
কোলাহল আর হাহাকার শুধু বৃথা ।
স্মৃতি থেকে যায় আসা যাওয়া চিরদিন
ঋণী হল কেউ শোধ করে কেউ ঋণ ।
************************