আবার জন্ম হবে কেননা বার বার জন্ম নিতে হয় ,
তখন হয়তো থাকবে না আজকের বধির সময়
আবার শৈশব থেকে মৃত্যুর শুয়ে থাকা দেখে যেতে হবে
নীরবে বইবে বাতাস আকাশও দেখবে সব হয়তো নীরবে ।
আবার জন্ম হবে বার বার এমনভাবেই জন্ম যদি হয় ,
এই প্রেম এই ভোর থাকবে কী এইসব ফলন্ত হৃদয় ?
জানি আমি থাকবে না আজকের ঘাস রোদ নক্ষত্র আকাশে
তবুও আসতে হবে পৃথিবীর ঘাস রোদ মেঘ ভালোবেসে ।
অনেক চাওয়ার আছে জন্মান্তর মানে শুধু চাওয়া আর পাওয়ার প্রেরণা ,
মুষ্টিবদ্ধ এই হাত তখনো দেখবে জানি মানুষের সহস্র বেদনা
জীবনের সব প্রেম হাঁটুমুড়ে বসে থাকে কালের সকাশে
জন্ম হয় জন্ম হয় সকলেই বার বার ফিরে ফিরে আসে ।
******************************