মানুষের দুঃখের মাঝে একা জেগে আছি
চেয়ে দেখি দিগন্তবিস্তৃত নভোনীল জলরাশি
ছলাৎ ছলাৎ শব্দে আমাকেই ডাকে ।
হেঁটে গেছি কালো রাতে পা দুটি খালি
এতদিন পরে আছি রাতের পাদুকা
ছিঁড়ে গেছে মাংসল গোড়ালি
তবু জেগে থেকে খালি পায়ে হেঁটে যাওয়া ভালো ।
মানুষের মৃত্যুর মাঝে জেগে আছি
দেখি দূর থেকে নদীর কিনারে এসে লাগে
ছোটো ডিঙি নৌকাটি
কাকে সে নিয়ে যাবে তাই চেয়ে আছি
যুগল ভুরুর নিচে থেমে গেছে সেই নৌকা
সেতো দেখি আমাকেই নিয়ে যেতে চায়
আঁধারের বুক ঠেলে সবিতার উজ্জ্বল বিভায় ।
****************************