কে দেখেছে ভূত  প্রেত আছে আজ ?
কে শুনেছে স্বর মানুষের মতো ?
তবুও তাদের ভয়ে ভীত এ সমাজ  
জেগে থাকে রাতে তাদের বেদনা ক্ষত ।

আমরা কী শুধু শোনা গল্পেই ভীত ?
আমরা কী কভু দেখেছি তাদের রাতে ?
তবু অদৃশ্যে জাগে তারা অবিরত
ছুটে আসে যেন আজও আমাদেরই ছুঁতে ।

আজও তো দেখিনি কেমন তাদের কায়া
রক্তের মাঝে  শুধুই ধ্বনিছে গালগল্পের  ছায়া ।

*****************************