আমি ঈশ্বরকে দেখেছি
চলচ্ছক্তিহীন নদীটির বুকে
একা একা যেখানে সেখানে
নিষ্পত্র বাগানে।
যেখানে গিয়ে থেমে যায় চোখ
থেমে যায় কথার লহরী
থেমে যায় নদী
বেদনার মতো অবিকল
শুধু যুগল ভুরুর নিচে টুপ টাপ কাঁপে তাঁর দুচোখের জল।

                   ****