মন্দির মসজিদ গীর্জায় অনেক ঘুরেছি
কোথায় ঈশ্বর ?
কী করে রেখেছো ধরে তাঁকে তুমি হে তরুণী
হাঁড়ির কানায় ?
হাঁড়িতে  খেলছে ঈশ্বর হাঁড়িতে হাসছে ঈশ্বর
বাসন মাজার শব্দে কান্না তাঁর শুনি
সকলের ঘরে ঘরে জেগে আছো ভাত হয়ে
তুমি যেন তরুণীর সুন্দর বিনুনি ।
তোমাকে প্রণাম করি হে ঈশ্বর
এ রূপেই থেকে যাও তুমি
মানুষ বৃথাই খুঁজে  যেখানে সেখানে ।
তুমিতো লেগে আছো সর্বাঙ্গে আমার
হাঁড়ির কানায় ঘরের তৈজসপত্রে
কিংবা ঐ শিশুটির হাতের চামচে ।

*********************