মানুষ ভুলেছে আজ শীতের সন্ধ্যায়
মানুষ আর ধর্মের গভীরতর মানে
সুখ নয় শান্তি নয় অর্থ কীর্তি সচ্ছলতা লোভে
ঘাসের ডগায় বিন্দু বিন্দু রক্ত ঝরছে এখানে ।
একদিন ছিল মায়া ছিল তার বিস্তীর্ণ  আকাশ
সেখানে হৃদয় ছিল বাতাসের মতো
এখন শুকিয়ে গেছে খর দ্বিপ্রহরে
সবুজ ঘাসের প্রেমেও জেগে আছে ক্ষত ।
হৃদয় কে চায় আজ ? কে খোঁজে প্রশান্তি
ঘাস রোদ নক্ষত্র আকাশে ?
যেখানে হৃদয় নেই সেখানেও রক্ত মেখে
চুপি চুপি অগোচরে কারা ভালোবাসে ?
সময় সহজ নয় মানুষ সহজ নয় আজ
হদয় শুকিয়ে গেছে শুনি শুধু অবিরত বোমার আওয়াজ ।

*********************