চাহিদার চেয়ে জোগান বেশি
বাজারে মানুষ সস্তা
যাচ্ছি বাজারে
ব্যাগ হাতে করে
তাড়াতাড়ি সেরে নাস্তা।
গিন্নি বলেছে বাজারে দেখবে
রঙ করা আছে মানুষ
রূপ দেখে নয়
হয়ে যাবে ক্ষয়
মানুষই রূপের ফানুস ।
গিয়ে দেখি আমি মানুষ হাল্কা
হৃদয় হয়েছে ভারী
পড়ে আছে কত
পাথরের মতো
হৃদয়ই রকমারি।
****************