জানলা খোলা আসুক এবার হাওয়া
উড়িয়ে ধুলো শুকনো পাতা যত
ফুরিয়ে গেছে অবুঝ মনের চাওয়া
এখন দেখি জুড়ায় প্রাণের ক্ষত ।

যখন ছিল চাওয়ার পাল্লা ভারি
চাওয়া তবু রইলো অনেক বাকি
নামিয়ে আজ রেখেছি তরবারি
এখন আমি জানলা খুলে রাখি ।

খেলার মাঝে ভুলেছি সর্বনাশ
হাওয়া আসুক উপুড় অনেক তাস ।

********************