এ কোন অসুখ নয়
কে যেন স্মরণ করিয়ে দিল
মানুষের পাশে আজ দাঁড়ানোর হয়েছে সময় ।
হিংসাদীর্ণ পৃথিবীর বুকে
আমরাতো বেশ ছিলাম মন্দির মসজিদ নিয়ে
মানুষে মানুষে বিভেদ আর রক্তক্ষয়ী
সংগ্রাম নিয়ে পাহাড়চূড়ায়
অহংকার স্কাইস্ক্রেপারের মতো মাথা
তুলেছিল নির্মানুষ নিষিদ্ধ গ্রহের বুকে ।
পৃথিবীর এ অসুখে এমন মহামারীতে
কে আনন্দে বাজিয়ে দিল শাঁখ ?
হয়তো ঈশ্বরই হবে
মানুষের মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে সে বলে যেন ,
“ তোদের আর দাপাদাপি নয়
ঘরের ভিতরে মুখ লুকানোর হয়েছে সময় । ”
মানবতা বেঁচে আছে আজও শবদেহে
সেকথাই সে বলে , আর বলে অর্ধশায়িত ঘাস
মানবের এ অসুখে তুমিতো অসুখ নও
প্রতিষেধক হয়ে এলে  করোনা ভাইরাস ।

******************************