ঠিক আমি একদিন হাত ছেড়ে দেব
তোমাদের হাত ।
জানি সাঁতার জানো না কেউ
তবু বিশ্বাসঘাতকের মতো মাঝনদীতে
হাত ছেড়ে দিয়ে জলে ভাসিয়ে দেব গা ।
শুনবো না কান্নার স্বর
অঙ্গের কাপড় সব ভাসিয়ে দেব জলে ।
কারো ডাক না শুনেই চলে যাবো আমি
অভিজাত মেঘগুলি ঝরাবে জল
হয়তো শোনাবে তারা জীবনের স্পন্দন অতল।
তবু ছেড়ে দেব হাত
কোথায়
কেমন করে
হাত ছেড়ে দিলে ফিরবো না আর
তাও আমি জানি ।

*****************************