ততবড় আগুন ফুঁ দিয়ে নেভাতে পারিনি আমি
জল দিয়েও নয়
হাসি দিয়ে আড়াল করেছি
নাহলে যে পুড়ে যেত সব
বেদনার কালো রাতে যেমন জোনাকি
আলো দিয়ে করে কলরব।

ততটা চোখের জল মুছতে পারিনি আমি
রুমালেও নয়
দুচোখেই বরফ করেছি
নাহলে যে ভেসে যেত সব
অজানা  রাতের গর্ভে হাসিটুকু আড়াল করেছে
জল আর আগুনের গোপন সংস্রব

                 ***********