তোমার ছিল লাজুক চোখ তোমার যুগ্ম ভুরু
আমার আজ মেঘলা দিনে মেঘের গুরু গুরু।
তোমার ছিল নয়ন দুটি লতার মতো হাত
আমার আজ নয়ন নেই হয়েছি কুপোকাত।
এখনো আছে গ্রামের মায়া পাইনি আজো ছুটি
শেষ হয়েছে চু কিত্ কিত্ শেষ হলো খুনসুটি।
তোমার আর কোমল কোল পাবো কী ফিরে পথে?
হারিয়ে গেছে সোনালী দিন ফেরার পালা রথে।
এখনো সেই গ্রামের পথে প্রেমের চোখ ছলে
হারিয়ে গেছে যদিও প্রেম জ্যান্ত মুঠোয় জ্বলে।
*****