মোমবাতি জ্বলছিল ঘরে
তার আলোয় মায়ের মুখখানি দেখে মনে হল
পৃথিবীতে মা বড় একা
কেউ নেই পাশে
সকলেই প্রগলভ উচ্ছ্বাসে
নিজেকে মেলে ধরতে চায়
কে আসে কে যায়
খবর রাখেনি কেউ ।
সেই ঘরে বাতাস বড় ভারী
মায়ের মতো শান্ত স্থির একাকিনী
সকলেই জানে পৃথিবীতে মা শুধু গোপনচারিণী ।
**********************