নিজেকে নিজের গল্প শোনাও
আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের বড়াই বারবার ইনিয়ে বিনিয়ে
ঘুরিয়ে ফিরিয়ে কেন এতো করো ?
ভেবো না আয়নায় বিম্বিত হয়েছে যে
সে তোমার নিষ্পাপ শৈশব।

তার চেয়ে আয়না ভেঙ্গে দিয়ে
নিজের অনেক মুখ দেখো ।
তাদের গল্প শোনাও কিভাবে
শৈশবের ছায়াটি মিশে গেছে নিজের আদলে
ওদের বোঝাও কিভাবে পথের বাঁকে
ভেঙ্গে গিয়ে অন্য তুমি দাঁড়িয়ে রয়েছো ।
নিজেকে জাহির কেন এতো করো    ?


                       ******