হে আকাশ আজ আর দেখি না তোমাকে
তোমার কোমল কোলে
যে তারাটি কাঁপছে এখনো
বলি না কখনো শয্যাসঙ্গিনী হতে আর ।
গোগ্রাসে  গিলে অন্ধকার
স্বগত সন্ধ্যার বুকে মানুষের অশ্রু দেখি আজও
রক্তাক্ত তাদের দেহে প্রায়শ দেখেছি
ঈষত নীলাভ এক মাটির গরিমা
সেখানেই নীল হয়ে আছি ।
তোমার অসীম নীলে রয়েছে কী বেদনা অপার
কেন তুমি ডাকো তবে আর ?
থেকে যাবো এখানেই আমরণ
ভিজে থেকে মানুষের অশ্রুর আভাসে
যে ফড়িং উড়ছে এখানে বিস্তীর্ণ  বাতাসে
তুমি কী রেখেছো খবর
কত কষ্ট সহ্য করে ডানা দুটি তার ?
তাই আজ নিরালায় গোগ্রাসে  গিলে অন্ধকার
একাই রয়েছি শুয়ে ঘাসের শিশিরে ।

*****************************