ঘুমের ভিতরে হেঁটে গেছ
আমি ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি মাটির দেয়ালে
টলতে টলতে   দাঁড়িয়ে থাকা তোমারও প্রয়োজন ছিল ।
যাওয়ার সময় হয়েছিল বুঝি?
এভাবে অরন্তুদ শোকাগ্নি জ্বেলে
চলে গেলে হা হা করা হাহাকারে
দ্বীপবাসী বৃদ্ধকে একাকী রেখে ঘরে?
তবু চলে গেছ ঘুমের ভিতরে।

ঘুমের ভিতরে হেঁটে গেছ
মানুষী আমার,
মানুষটি পড়ে আছে আজও।
কোন জন্মে ইচ্ছে যদি হয় ,ফিরে এস
তোমার সেই ঘরকন্না সাজানোর
সপরতিভ হাত নিয়ে পুনরায়
ভাঙ্গাচোরা সংসার গুছিয়ে দিয়ে যাবে।

                        ******