জনসভা  ভেঙ্গে গেছে শেয়ালের  
কর্কশ  চিৎকার গায়ে মেখে
পরিশ্রান্ত  প্যাঁচার পদতলে ।
নির্জন প্রান্তরে কালো রাতে
নগ্ন হয়ে পড়ে আছে মেয়েটি একাকী
যোনিদ্বার রক্তাপ্লুত ছড়িয়ে রয়েছে এলোচুল হয়তো সে প্রমান করে গেল    
আমাদের দেখার বোঝার বড় ভুল ।
আমরা বলি তাকে কারা ধর্ষণ করেছে
তাতো নয়
কখনোই নয়
পৃথিবীর রোদ মেখে মেখে
পৃথিবীর রাত দেখে দেখে
দেখেছে সে বিসর্জিত মানুষের বিবেক হৃদয়
অনন্ত জ্যোৎস্নার বুকে তাই তার
ঘুমানোর হয়েছে সময় ।

**********************