তুমি যখন হাত দুটি ধরো
তখন আমি ঘুমিয়ে পড়ি ।
অথচ তুমি যে জেগে আছো কতকাল
সেতো  আমি ভুলে গেছি বিষণ্ণ সন্ধ্যায় ।
কোন রাতে জেগে থেকে দেখি
কী এক আশ্চর্য আলো  ছুঁয়েছে তোমায়
সেকী আলো নাকি গান ?
শুরু হলো মানে বিদায় প্রস্থান ।
মাথায় বুলিয়ে হাত বুঝিয়ে দাও
মা মানে মায়া ও মমতা
জনসভা ভেঙ্গে গেলে ঘরে ফেরা কাকের পদতলে
তুমি তবু জেগে থাকো চাঁদের আলোকে ।
ঘুমাবার পাওনি সময় ।

******************************