এখন সারাদিন   ধরে শুনছি
ঘর ভাঙ্গার শব্দ ।
এমন মানুষ খুঁজছি
যে নিজের হাতে গড়া ঘর
সহজেই  ভেঙ্গে ফেলতে পারে ।
এই মুহূর্তে ভুলে গেছি
ঘর গড়ার স্বপ্ন ।
ভাঙ্গা ঘরেও চাঁদ হাসে
যে বুঝেছে তার কাছে শুনতে চাই
ভাঙ্গা ঘরেরর ইতিহাস  ।
সুদৃশ্য ঘর অনেকেই গড়ে
ঘর ভাঙ্গার শোক যাকে ছুঁতে পারে না
সারা সময় তার খোঁজ করছি ।
তোমরা ঘর গড়বে পরে
এখন আমাকে কিছুক্ষণ
ভাঙ্গা ঘরের দর্শন শোনাও ।

***************************