কটা দিন পরেই এঘর ছেড়ে দিতে হবে
ঘরের মালিক এসে সেদিন বলেছে ।
ভেঙ্গে যাবে চড়ুইয়ের বাসা
শেষ হবে কিছুদিন যাওয়া আর আসা ।
এখানের মানুষ অগোচরে থেকে যাবে
চলে যাবে তারাও আড়ালে ।
সকলে গড়তে চায় সুদৃশ্য ঘর
ধরতে ইহকালেই চিরসুখী চাঁদ ।
আমি কোথাকার কে নিধিরাম সর্দার
ঢাল নেই তরোয়াল নেই তবু
হাতের মুঠোয় পেতে চাই রোদেলা দুপুর ।

***************************