এখন আমার ভালোবাসতে ইচ্ছে করে
গাছের মতো
এখন আমার ধুয়ে ফেলতে ইচ্ছে করে
মনের ক্ষত।
তাই ভেবেছি মানুষ নামের
গাছ লাগাবো
গাছের গোড়ায় জলের মতো
আগুন দেবো।
জলকে আগুন
আগুনকে জল
মানুষকে গাছ
গাছকে মানুষ
কী হবে আর মিথ্যে বয়স গুনে
ভালোবাসার বয়স আছে নাকি?
এখন শুধু ভাবছি বসে বয়স হলো
ভালোবাসার গাছ লাগানো বাকি।

         *************