যে দেশে এখনো ধর্ষণ  হয়
যে দেশে বুভুক্ষু  কেঁদে মরে পথে
যে দেশে মানুষে মানুষে এতোই তফাৎ
সে দেশে এতো ফুল ফুটে আছে কেন ?
কেন ফুল দুমুঠো ভাত হয়ে বুভুক্ষুর
কাছে যেতে পারে না এখনো?
কেন প্রেম মানুষের কানে কানে বলেনি
আজো, " মানুষে মানুষে নাই রে তফাৎ
সকল জগৎ ব্রহ্মময়?"

ফুল কী বৃথাই ফুটে ঝরে?
প্রেম কী বৃথাই গালে চুমু?
বরং কালো মেঘ থেকে বৃষ্টি ঝরুক
মানুষের সর্বাঙ্গ ভিজিয়ে দিতে।

এদেশে এতো ফুল ফুটে আছে কেন?

                       ****