এত বেশি নির্জনতা চাইনি ঈশ্বর
এতখানি নিঃসঙ্গতা চাইনি কখনো ।
চেয়েছিলাম আমার অস্থি মজ্জার ভিতরে
যেন সকালের সূর্যের রোদটুকু আসে ।
যে সব মানুষ খুব কাছে এসেছে গিয়েছে
তাদের হৃদয়ের উত্তাপ গায়ে লাগাতে
চেয়েছি কেবল । এতখানি নিঃসঙ্গতা
কেন দিলে ? এত বেশি নির্জনতায়
আমাকে  একা রেখে নিয়েছ তো চাবি
কিছুই করিনি  তবু দাবী
তোমার  আয়ুর পাত্র থেকে ।
শুধু চেয়েছিলাম  নির্জনতায় থেকে
মানুষের দুঃখের কথাগুলি
যেন আমি চিরদিন শুনি
নিশ্ছিদ্র  আঁধারে জীবনের তারাগুলি গুনি ।


*****************************