ওগো পুরুষ চিরকাল বাজপাখি হয়ে
নারীকে কপোতের মতো ছোঁ মেরে
নিয়ে গেছ পাহাড় চৃড়ায়
বিক্ষত করেছ দেহ নখাঘাতে ।
বড় ঊর্ধ্বে বসে আছো পুরুষ আমার
এরপরে নারী হও।
কিছক্ষণ চুড়ি শাড়ি পরে নারী হয়ে দেখো
চোখে পড়বে গর্ভাশয়ের কালো অন্ধকার
চোখে পড়বে সিক্ত জরায়ুর মতো মৃত্তিকা স্ফীত হয়ে
সেখানে বাসা বাঁধে বীজ
সেখানেই ঝরে পড়ে অজস্র ফুলের রেণুকণা।
তুমিতো এক মিনিট আস্ফালন করে
স্তব্ধ হয়ে থাকো
নারী শত আস্ফালন সহ্য করে কোমল মাটিতে কান পেতে ফসলের আকাঙ্ক্ষায় থাকে চিরকাল।
এরপরে নারী হও
চোখে পড়বে সাজানো গোছানো দুনিয়ার মালিক
পুরুষ নয় নারী।
**********