মা হেসেছিল আজকের দিনে
পৌষ সংক্রান্তিতে
     এই  রাতে
উনুনের পাশে বসে পিঠে গড়তে গড়তে
গরম গরম পিঠে হচ্ছে আমি হাত পেতে বসে  আছি।
রাতের বুক চিরে পাড়াগাঁর আইবুড়ো
মেয়েদের টুসুখেলানোর  গান ভেসে আসছে,
"আমার টুসু মুড়ি ভাজছে চুড়ি ঝলমল করে গো
     চুড়ি ঝলমল করে গো "।

কোথায় লুকানো  ছিল
বহুদিন পরে এই বুড়ো বয়সে আবার সেই
আইবুড়ো মেয়েদের টুসুখেলানোর সুর
মকর সংক্রান্তির পিঠে পরবের সুর
প্রাণের ভিতরে জেগে উঠলো,
  জেগে উঠেলো কৈশোরের
  ঝড় ঝঞ্ঝার সুর।

মা আমার অদৃশ্য থেকে বলছে, " বেটা, তুই বুঝিসনি
আমিতো  বুঝি সেই সুর,
এরই নাম আনন্দ।"