আমার যা কিছু ভালো
বলো নাকো আর
যা আমি পারিনি দিতে তোমাদের মাঝে
এরপরে সেই কথা বলো ।
প্রশংসা করো না কেউ
পারো যদি দোষগুলি বলো
সেই সব গায়ে মেখে হয়ে যাবো খাঁটি ,
এখানে ছড়িয়ে আছে বেদনার অসংখ্য করোটি
সযত্নে তুলে নেব হৃদয় গভীরে ।
ডুবে আছি যে তিমিরে
এবার উদ্ধার করে পারো যদি
আলোকের পথে নিয়ে চলো ,
প্রেমের যে দীপ আজও পারিনি জ্বালাতে
এ হৃদয়ে সেই দীপ জ্বালো ।
যা আমার অন্ধকার  সকলেই সেই কথা বলো ।


*********************