তোমরা একটু সরে দাঁড়াও
জীবনকে গোছানোর জন্যে
যারা আপাদমস্তক মাটি ছেড়ে
দামী আতর গায়ে মেখেছ তারা সরে দাঁড়াও ।
আমি মাটির গন্ধ নিয়ে একবার বলতে চাই
মা আমি তোমার সন্তান
শুধু একমুঠো মাটি দাও মা ।
দীর্ঘ ৬০ বছর থেকে দেখছি
আমার বন্ধু নগেন সুদৃশ্য অট্টালিকার
৪ তলা থেকে লাফিয়ে এখনো
মাটি ছুঁতে পারেনি ।
আমি ওর মাটির তৃষ্ণা বুকে নিয়ে
মাটিকে ছুঁয়ার আপ্রাণ চেষ্টা দেখছি ।
তোমরা একটু সরে দাঁড়ালে আমিও মাটির
কাছে থাকতে পারি ।
এ জীবনে এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না ।
*****************************