আকাশ দেখাও শিশু
আমাকে আকাশ শেখাও
বহুদিন মাটিতে থাকতে থাকতে
ভুলে গেছি উদার অথচ দুরূহ আকাশ।
তুমি ফুল দেখাও শিশু
আমাকে ফুল হতে শেখাও
আমি কতকাল মাটিতেই পদানত হয়ে আছি
খেয়েছি আম জাম কাঁঠালের মতো সুস্বাদু ফল
ফুল কখনো দেখিনি,
আজ দেখো এ বাড়ির চারপাশে
আমারই  লাশ  প।ড়ে আছে।

তুমি আকাশ দেখাও শিশু
ফুল হতে শেখাও
ব্যর্থতার ক্লান্তি গায়ে মেখে আজ আমি
ফুল আর আকাশের মুখ দেখতে চাই।

                        ****