একটি মানুষ আমি পেয়ে গেছি বৈশাখের ঝড়ে
যে মানুষ উঁকি দিয়েছিল কবেকার কৈশোরের জ্বরে
অনেক খুঁজেছি তাকে মাঠ ঘাট জ্যোৎস্নার ভিতরে ।
আজই পেয়েছি তাকে মুছে দিয়ে ক্লান্ত অভিমান
এবার হাতের কাছে পেয়ে গেছি ফুলের বাগান ।
অনেক খুঁজেছি তাকে এতদিনে প্রতীক্ষার হল অবসান
এখন সহজ কথা বলে দিতে পারি ভালোবাসা অমৃত সমান
এ মানুষ এত কাছে ছিল এতদিন করেছি তবু বৃথাই সন্ধান ।
একটি মানুষ আমি পেয়ে গেছি শহরতলিতে
আমার মতোই সে ভাসমান লাশ দেখে ফল্গু নদীতে ।
আমি তো জেগে ছিলাম মানুষটির দেখা পেতে রোজ
আজ দেখি জ্যান্ত মুঠো খুলে গেছে যুবতী চাঁদ হয়েছে নিখোঁজ ।
************************************