এখনও "কেউ কেউ কবি " আছে
তাদেরও বোঝাতে যদি হয়
একটি কবিতার জন্ম কিভাবে হল
বোঝাতে পারবো না ।
তবে এটুকু বলতে পারি
সকালে ফুলের বাগানে যখন আলো আসে
ফুলগুলি হেসে ওঠে আচম্বিতে আলোর আদরে
সেরকম আদর পেয়ে নয় ,
প্রেমিক ভালোবেসে ফুলগুলি সাজিয়ে দেয় প্রেমিকার অনুপম খোপায়
ততটা ভালোবাসা পেয়ে নয় ,
হাসপাতালে সুদৃশ্য বিছানায় জন্ম নিয়ে
নার্সের কোলে যে শিশুটি কেঁদে ওঠে
তেমনিভাবে যত্ন পেয়ে নয় ,
পাগলির গর্ভ থেকে যে কন্যা সন্তানটির জন্ম হয়
লুটিয়ে পড়ে অনাদৃত বালুকাবেলায়
সেভাবেই একটি কবিতার জন্ম হয়
জন্ম হয় কবির শিরায় ।
*************************