বার্ধক্য আমাকে গ্রাস করেছে অবসন্ন অশক্ত শরীর
জন্মের পর থেকে একটা মৃতদেহের খোঁজ করছি
পাইনি ।
এই শহর শহরতলির আনাচে কানাচে পড়ে থাকে মৃতদেহ গলাকাটা লাশ
ট্রামগাড়ি থ্যাতলে দিয়ে চলে গেছে যাকে সেও মৃত
মৃতদেহের বিকৃত মুখে দুঃখের ছাপ
রেখে যাওয়া মায়াবী আলোক থেমে আছে ।
ল্যাম্পপোস্টে যে দড়িটা ঝুলছে
একদিন সেটা গলায় দিয়ে অনিরুদ্ধ আত্মহত্যা করেছিল
জিভ বেরিয়ে পড়েছিল মরামুখে ছিল বেদনার্তি
কিছু যেন না পাওয়ার করুণ আভাস ।
নরেন খুড়ো আশি বছর বয়সে চলে গেল
তার মৃতদেহেও দুঃখ আর মায়ার ছাপ পড়েছিল
আমি যে মৃতদেহের খোঁজ করছি তা নয় ।
যে মানুষটি হাসিমুখে মরে গেছে
সূর্যালোক মৃতদেহকে করেছে উজ্জ্বল নিভৃতে বিস্তার
চোখে মুখে স্বর্গীয় সুষমা লেগে আছে
চলে গেছে অবিমিশ্র সুখের জগতে
এরূপ মৃতদেহের খোঁজ করছি
আজও পাইনি ।
**********************