একজন প্রেমিকের কাছে
বৃদ্ধ ও বৃদ্ধার  ধূসর সংলাপ
কিংবা ছায়াহীন যন্ত্রণার ছবি
কত  অর্থহীন তুমিতো জানো সুরভি ।
মৃতের কাছে যেমন গৃহস্থালি বিষয় বাসনা
মূল্যহীন প্রেমিকের কাছেও
রোদের আঁচের মতো জীবনের সব গল্প
অপাঙক্তেয় বলে মনে হয় ।
দূর থেকে দেখে সে জীবনের সুনীল আকাশ
আমাদের রৌদ্রদগ্ধ মাটির মেঝেতে
সে দৃষ্টি কখনো পড়ে না ।
প্রেমিক গোলাপ দেখে
জীবনের সুন্দর গোলাপ
অথচ শবাধার ঢেকে আছে
গোলাপের অজস্র কাঁটায়
তা কী সে দেখেছে সুরভি ?

****************************