এখনও পৃথিবীতে মায়ের আদর আছে
আছে সেই ডাক , “আয় খোকা কোলে আয়  । ”
সন্তানকে কোলে নিয়ে তার সেই স্নেহ
“ খোকা ঘুমলো পাড়া জুড়ালো ”ঠিক যেন
আমার বুকে  মহুয়া ফুল ঝরে পড়ার মতো ।
এখনও পৃথিবীতে কবিতা লেখা হয়
ঘুমন্ত পৃথিবীকে জাগানোর জন্য ।
আমি নিঃশব্দে পথ হাঁটি একা
শুনতে পাই মায়ের ডাক ,
দেখি কৃষ্ণচূড়া গাছটির নীচে প্রেমিকা
আমার হাসিমুখে দাঁড়িয়ে আছে ।
বুঝতে পারি আজও পৃথিবীতে প্রেম আছে
আছে মায়ের আদর
এখনও পৃথিবীতে মহুয়া ফুল ঝরে পড়ার মতো
কয়েকটি কবিতা ঝরে পড়ে ।

**************************************