গলির মোড়ে যে বুড়ি দাঁড়িয়েছিল
আমাকে দেখেই মমতামাখানো স্বরে বলল ,
“ বহুদিন পরে তোমাকে আবার দেখলাম বাবা
কোথায় যাচ্ছ ? আহা, মুখটি তোমার শুকিয়ে
গেছে ” তুলে রাখি সেই স্বর আমার হৃদয়ে ।
আশ্চর্য হবার মতো স্বর
কেউই জানে না কখন কেমন করে
আজও আকাশে বাতাসে মায়ের ডাক আসে
এখনো মায়ের স্বর শান্তিসুধা ঢালে।
আমরাতো অপরের দোষ দেখতে ব্যস্ত
আমরাতো নিজের কথা বেশি ভেবে
মায়ের স্বর কখন ভুলেছি ।
তবু পৃথিবীতে এখনো মায়ের স্বরে
হেসে ওঠে কলঙ্কিত চাঁদ
হেসে ওঠে শিশুটির কাজলের টিপ
ফুল ফোটে মনে ।
মা ছাড়া কে আর বলতে পারে পরম মমতায়,
“ আহা , মুখটি তোমার শুকিয়ে গেছে । ”
****************************