তোর প্রেম ছিল খসে পড়া যেন ফুল
তখনো রাতের তারাগুলি ছিল চেয়ে
কার বিছানায় শুয়েছিস তুই আজ?
তারাটি খসেছে উল্কার পথ বেয়ে ।

আমিতো এখন একা একা শুয়ে থাকি
হৃদয়ে হৃদয়ে ঘসাঘসি নেই আর
নেই কাটাকুটি খেলা আর সেই রাত
জ্যোৎস্নাকে দেখি রাতই দিয়েছে ফাঁকি।

ঘিয়ের দীপটি এখনও জ্বালাতে বাকি
কাছে আয় তুই সঙ্গম ভুলে থাকি।

                  *********