এখনও দাঁড়িয়ে আছি এ মাটির করুণ বিথারে
এখনও শব্দ পাই কোথায় কে যেন কাঁদছে
গন্ধ পাই মা আমার ফুলকপি টমেটো মাছ
রান্না করছে শাড়িতে তার নেমেছে আকাশ
এমন আকাশ দেখিনি কখনো ।
এখনও দাঁড়িয়ে আছি আমিও আকাশ
হবো বলে
মানুষের দীর্ঘশ্বাস গায়ে মেখে দূরে যাবো বলে ।
অভিমানী সে আকাশ বুক পেতে যদি ডাকে
সেদিন আর দাঁড়িয়ে না থেকে
মিশে যাবো দিগন্তের হাত ধরে উজ্জ্বল আলোকে
যেখানে সহজে কেউ যেতেও পারে না ।
**************************