এখন ফুল আর মেয়ে দেখলে
কাছে যেতে সাহস হয় না
কাছে যাইনা, ছুটে পালিয়ে আসি।
বরং কাঁটার কাছে যাই
আগুনের কাছে যাই
আগুনে পুড়ে যাবো আগেই জেনেছি
কাঁটায় ক্ষতবিক্ষত হবো আগেই  জেনেছি
কাঁটা আর আগুনের একটাই রূপ
ফুল আর মেয়ের মতো
সেখানে  রূপের জৌলুস  নেই অভিনয় নেই, লুকোচুরি আর ফিসফাস কথার ছলনা নেই
আছে  নিপাট নিষ্করুণ মুখ।

আমিতো সেটাই ভালোবাসি।

                    ****