এখন বুঝেছি আমি দোষ শুধু আমার একার নয়
আরও অনেক বেশি মানুষের দোষ আছে
দোষী আছে কম্পমান শতাব্দীর
ভাসমান মেঘের মিনারে।
এখন আর নিজের দোষ নিয়ে বিশেষ ভাবি না।
এখন বুঝেছি আমার জীবনে দুঃখ থাকলেও
খুবই কম,আরও অনেক বেশি দুঃখের অভিঘাতে
মানুষ ভেঙ্গে পড়ে পথে ও প্রবাসে
অপসৃয়মাণ আলোকের বুক থেকে ভেসে গিয়ে
ডুবে আছে গভীর আঁধারে।
এখন আর নিজের দোষ দুঃখ নিয়ে ভাবতে বসি না
নিরাত্মীয় শ্মশানের বুকে।